ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিবি ঋণের প্রকল্পে বিশেষ পদক্ষেপ নেওয়ার পরামর্শ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এডিবি ঋণের প্রকল্পে বিশেষ পদক্ষেপ নেওয়ার পরামর্শ ...

ঢাকা: বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে একটি ত্রিপক্ষীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এডিবি সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়ন আরও ত্বরান্বিত করতে বিশেষ পদক্ষেপের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও এডিবি।

বুধবার (২১ অক্টোবর) এডিবির ঢাকা অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভার্চ্যুয়াল ত্রিপক্ষীয় পোর্টফোলিও পর্যালোচনা সভায় (টিপিআরএম) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ যুক্ত ছিলেন। সভায় সরকারি কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং এডিবি কর্মীরা অংশ নেন।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, করোন মহামারি পরবর্তী সময়ে দেশের আর্থ-সামাজিক অবস্থার পুনরুদ্ধারকে ত্বরান্বিত করার জন্য প্রকল্পের বাস্তবায়ন গতি বাড়াতে হবে। অর্থনীতি পুনরুদ্ধারের প্রাথমিক লক্ষণে দেখা গেছে, প্রকল্প নির্বাহী সংস্থাগুলোর বিশেষ ব্যবস্থায় অর্থনৈতিক পুনরুদ্ধার এবং কর্মসংস্থানে সহায়তা করতে পারে।

প্রকল্প বাস্তবায়ন আরও উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলোর ব্যাখ্যা করে তিনি বলেন, দ্রুত পরামর্শ গ্রহণ, ভালো পরামর্শদাতা ও ঠিকাদারদের জড়িত করা, কার্যকর চুক্তি পরিচালন, ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন সঠিকভাবে পরিচালনা, সাউন্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, বিচক্ষণ প্রকল্পের নকশা এবং দ্রুত ডিপিপি অনুমোদন হলে প্রকল্পের আরও ভালো ফলাফল পাওয়া যাবে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পের কার্যকারিতা বাড়ানোর জন্য বিশেষ পদক্ষেপের চুক্তিগুলোর অনুমোদন ত্বরান্বিতকরণ এবং একত্রীকরণ, স্বাস্থ্য সুরক্ষা নির্দেশিকা বাস্তবায়ন এবং প্রকল্পের কর্মী এবং সুবিধাভোগীদের ভার্চ্যুয়াল প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

এডিবির বর্তমান পোর্টফোলিওটিতে সার্বভৌম পোর্টফোলিওর অধীনে প্রায় ১১ বিলিয়ন ডলারে ৫২টি প্রকল্প চলমান রয়েছে। এডিবি বাংলাদেশে ছয়টি খাতে বেশি গুরুত্ব দিচ্ছে। সেক্টরগুলো হচ্ছে- জ্বালানি, পরিবহন, নিরাপদ পানি ও নগরায়নে পরিষেবা, শিক্ষা, অর্থ ও কৃষি, প্রাকৃতিক সম্পদ এবং গ্রামীণ উন্নয়ন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।