পঞ্চগড়: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পঞ্চগড়ের চতুর্দেশীয় বন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) বাংলাবান্ধা স্থলবন্দরে ছয় দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।
বুধবার (২১ অক্টোবর) রাতে পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবালা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সাপ্তাহিক ছুটিসহ আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) থেকে ২৮ অক্টোবর (বুধবার) পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা ছয় দিনে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। পরে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল থেকে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে। তবে এ সময়ে বন্দরে সরকারি কার্যক্রম স্বাভাবিক থাকবে।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
আরআইএস