ঢাকা: পুঁজিবাজারের স্থিতিশীলতা ও সার্বিক উন্নয়ন নিয়ে শীর্ষ ব্রোকারদের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে আগারগাঁওয়ের বিএসইসির কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।
পুঁজিবাজারে স্থিতিশীলতা সার্বিক উন্নয়ন নিয়ে শীর্ষ নয়টি ব্রোকারেজ হাউজের এমডি/সিইও এবং প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে বৈঠকে সংস্থাটির কমিশনার ও নির্বাহী পরিচালকরা উপস্থিত রয়েছেন।
এর আগে বৈঠকে অংশ নিতে এবি সিকিউরিটিজের চেয়ারম্যান এম ফজলুর রহমান, লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ছায়েদুর রহমান, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসের প্রতিনিধি মো. রেজাউর রহমান, ইউসিবি ক্যাপিটালের সিইও মোহাম্মদ রহমত পাশা, ইউনাইটেড সিকিউরিটিজের সিইও মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী, আইডিএলসি সিকিউরিটিজের সিইও মো. সাইফুদ্দিন, সিটি ব্রোকারেজের সিইও মিসবাহ উদ্দিন আফ্ফান ইউসুফ ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সিইও আহসানুর রহমানকে চিঠি পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এসএমএকে/এমআরএ