ঢাকা: ট্রাস্ট ব্যাংক লিমিটেড (টিবিএল) ‘ট্রাস্ট মানি’ মোবাইল অ্যাপ, ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড এবং ফেসবুক পেজ চালু করেছে। ব্যাংকের চেয়ারম্যান এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সুবিধাগুলো সম্প্রতি উদ্বোধন করেন।
সোমবার (০২ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ট্রাস্ট মানি’ অ্যাপের মাধ্যমে গ্রাহক যেকোনো সময় এবং যেকোনো জায়গায় ব্যাংকিং লেনদেন করতে পারবেন। ভিসা সিগনেচার ক্রেডিটকার্ডের গ্রাহকরা সাম্প্রতিক বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুসারে সর্বোচ্চ ক্রেডিট সীমা গ্রহণ করবে এবং বিশ্বব্যাপী ভিআইপি লাউঞ্জ ব্যবহার সুবিধাসহ আরও অনেক সুবিধাভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এসই/টিএ