ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক ব্যাংকের আড়াই কোটি শেয়ার বিক্রির অনুমোদন

সিনিয়র করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
ব্র্যাক ব্যাংকের আড়াই কোটি শেয়ার বিক্রির অনুমোদন

ঢাকা: ব্র্যাক ব্যাংকের আড়াই কোটি শেয়ার কেনার জন্য এনজিও বাংলাদেশ রুরাল এডভান্সমেন্ট কমিটির (ব্র্যাক) আবেদনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৪ নভেম্বর) বিএসইসির ৭৪৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্র্যাকের এ শেয়ার আগামী ৩০ নভেম্বরের মধ্যে স্টক এক্সচেঞ্জে লেনদেনের মাধ্যমে কেনার জন্য আবেদন করেছে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন সাপেক্ষে সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা ১৯৯৫ এর বিধি ৪, উপবিধি ২ এবং উল্লেখযোগ্য শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ বিধিমালা ২০১৮ এর বিভিন্ন বিধি পরিপালন থেকে কমিশন অব্যাহতি দিয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।