ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৯ বছর পর চালু হলো কবাখালী বাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
৯ বছর পর চালু হলো কবাখালী বাজার প্রথম দিনেই কবাখালী বাজারে ক্রেতাদের ভিড়। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: দীর্ঘ ৯ বছর পর চালু হলো খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী বাজার। সোমবার (৯ নভেম্বর) প্রথম দিনে জমে উঠেছে হাট-বাজার।

বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ছিল দেখার মতো। দীর্ঘ নয় বছর পর বাজারটি চালু হওয়ায় খুশি এলাকারবাসী।

২০১১ সালে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে বাজারটি বন্ধ হয়ে যায়। সর্বশেষ চলতি বছরের ৫ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বাজারটি পুনঃরায় চালু করার সিদ্ধান্ত হয়।

সকালে বাজার উদ্বোধন করেন দীঘিলালা জোনের জোন স্টাফ অফিসার মেজর মো. সাকিব হাসান।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান হাজী মো. কশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।