ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাস্ক ব্যবহার নিশ্চিতে বাণিজ্য সংগঠনগুলোকে অনুরোধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
মাস্ক ব্যবহার নিশ্চিতে বাণিজ্য সংগঠনগুলোকে অনুরোধ

ঢাকা: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বাণিজ্য সংগঠনগুলোকে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার (৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ (দ্বিতীয় পর্যায়) বিস্তার রোধে মাস্ক পরার বাধ্যবাধকতা আরোপ করে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। অনেক ক্ষেত্রে মাস্ক ব্যবহারে শৈথিল্য পরিলক্ষিত হচ্ছে। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এ অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোভিড-১৯ (দ্বিতীয় পর্যায়) এর বিস্তার রোধে অন্য পদক্ষেপের পাশাপাশি সব বাণিজ্যিক সংগঠন/প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা/কর্মচারী এবং এর অধীনস্ত সব অ্যাসোসিয়েশন, জেলা ও উপজেলা চেম্বার/যৌথ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সমিতি, ফাউন্ডেশন, গ্রুপ ও ফোরামে কর্মরত সদস্য ও কর্মকর্তা/কর্মচারীর মাস্ক পরা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পহেলা নভেম্বর এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০ 
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।