বেনাপোল (যশোর): মহান বিজয় দিবস উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে একদিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাতায়াত স্বাভাবিক রয়েছে। এছাড়া বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এনটি