ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লংকাবাংলা ফাইন্যান্স ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
লংকাবাংলা ফাইন্যান্স ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে চুক্তি

ঢাকা: লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।  

সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও খাজা শাহরিয়ার এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

 

চুক্তির মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্সের মাস্টারকার্ড টাইটেনিয়াম ও ভিসা প্ল্যাটিনাম কার্ড ব্যবহারকারীরা আগামী ১ জানুয়ারি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের এমটিবি এয়ার লাউঞ্জে ফ্রি প্রবেশাধিকার ও আপ্যায়ন সুবিধাদি উপভোগ করতে পারবেন।  

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম, হেড অব কার্ডস মো. মিনহাজ উদ্দিন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এএমডি ও সিবিও সৈয়দ রফিকুল হক, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং মো. সাফকাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।