ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংক মালিকদের সঙ্গে গভর্নরের জরুরি বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৬, ফেব্রুয়ারি ৯, ২০২১
ব্যাংক মালিকদের সঙ্গে গভর্নরের জরুরি বৈঠক প্রতীকী ছবি

ঢাকা: বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠনের চেয়াম্যান নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে বৈঠক করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিএবি ডাউন পেমেন্ট ছাড়া ঋণ পুনঃতফসিল এবং বিদ্যমান ঋণ পরিশোধে কেন্দ্রীয় ব্যাংক যে দুই বছরের সময় দিয়েছে তার সঙ্গে আরও এক বছর সময় দেওয়ার আবেদন করে।

ওই আবেদনের প্রেক্ষিতে অনুষ্ঠিত বৈঠকে গভর্নর দাবিগুলো যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেন।

বৈঠক শেষে বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, করোনার কারণে যেসব ঋণের কিস্তি বকেয়া পড়েছে, তা একসঙ্গে পরিশোধ করা ব্যবসায়ীদের জন্য কষ্টকর। এজন্য আমরা ঋণ পরিশোধ কিছুটা শিথিল করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছি।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
এসই/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।