ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক-বিএসইসি বৈঠক ১৫ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
পুঁজিবাজারের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক-বিএসইসি বৈঠক ১৫ মার্চ

ঢাকা: পুঁজিবাজারের উন্নয়নে এবং দুই রেগুলেটরির মধ্যে সমন্বয় আরও বাড়াতে সোমবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।  

বুধবার (১০ মার্চ) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সোমবার (১৫ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ ব্যাংকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগারগাঁওয়ের বিএসইসির কার্যালয়ে বৈঠকে বসবেন। বৈঠকে বিএসইসির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

বৈঠক সম্পর্কে বিএসইসির একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বৈঠকে কীভাবে পুঁজিবাজারের আরও উন্নয়ন করা যায় সেই বিষয়টি গুরুত্ব পাবে। একইসঙ্গে পুঁজিবাজার ও মুদ্রাবাজারের উন্নয়নে উভয় নিয়ন্ত্রক সংস্থা কোন বিষয়গুলো নিয়ে একসঙ্গে কাজ করতে পারে সে ব্যাপারেও আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে দুই রেগুলেটরির মধ্যে সমন্বয় আরও বৃদ্ধি পাবে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২১ 
এসএমএকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।