ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অ্যাড মানিতে ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন দিচ্ছে বিকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
অ্যাড মানিতে ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন দিচ্ছে বিকাশ

ঢাকা: স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে ১ হাজার টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই গ্রাহক পাচ্ছেন ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন।  

সেই কুপর ব্যবহার করে স্বপ্ন, ডেইলি শপিং, মীনা বাজার, প্রিন্স বাজার ও আগোরা সুপারস্টোরের নির্দিষ্ট আউটলেটে কেনাকাটা করা যাবে।

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট গ্রাহক এই সুবিধা পাবেন। অ্যাড মানি করার পর ২ কর্ম দিবসের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে কুপন পৌঁছে যাবে। কুপনের মেয়াদ ৭ দিন এবং কুপন রিডিম করার জন্য সর্বনিম্ন ৩০০ টাকার কেনাকাটা করতে হবে। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই কুপন পেতে পারেন। এই অফারের আওতায় সুপারস্টোর ও আউটলেটের বিস্তারিত তালিকা দেখতে ভিজিট করতে হবে https://www.bkash.com/bn/coupon-redeem-independence ওয়েবসাইটে।

রোববার (১৪ মার্চ) এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, বিকাশের অ্যাড মানি নেটওয়ার্কে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক যুক্ত হওয়ায় ব্যাংকটির আড়াই কোটি গ্রাহক এখন তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা-নেওয়া করতে পারছেন। এ উপলক্ষে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাপ দিয়ে ৫০০ টাকা কিংবা তার বেশি অ্যাড মানি করলেই ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস পাচ্ছেন গ্রাহকরা। ব্যাংক থেকে বিকাশে টাকা আনার ক্ষেত্রে অফারটি প্রযোজ্য। অফারটি চলবে ৭ এপ্রিল ২০২১ পর্যন্ত এবং অফার চলাকালীন একজন গ্রাহক একবারই বোনাসটি পাবেন। আরও বিস্তারিত জানতে ভিজিট করতে হবে https://www.bkash.com/bn/sonali-bank-addmoney-offer ওয়েবসাইটে।

এই মুহূর্তে দেশের শীর্ষস্থানীয় ২৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে গ্রাহকরা তাদের বিকাশ অ্যাকাউন্টে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্ত থেকে টাকা আনতে পারছেন অ্যাড মানি সেবার মাধ্যমে। ফলে, দেশজুড়ে ২ লাখ ৪০ হাজার এজেন্টের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টে ক্যাশ ইন করার পাশাপাশি ব্যাংক এবং কার্ড থেকে বিকাশে তাৎক্ষণিক টাকা এনে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন/অনলাইন কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেওয়া, স্কুল কলেজের বেতন পরিশোধ, বাস-ট্রেন-বিমান-লঞ্চ ও মুভি টিকিট ক্রয় করা, বিভিন্ন ধরনের অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ করা, ক্যাশ আউটসহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন গ্রাহকরা।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।