ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সিরাজগঞ্জে মাসব্যাপী বিসিক শিল্প ও পণ্যমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
সিরাজগঞ্জে মাসব্যাপী বিসিক শিল্প ও পণ্যমেলা শুরু

সিরাজগঞ্জ: করোনাকালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করতে সহায়তার জন্য সিরাজগঞ্জে মাসব্যাপী বিসিক শিল্প ও পণ্যমেলা শুরু হয়েছে।  

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে শহরের খান সাহেবের মাঠে এ মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশনের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, সিরাজগঞ্জ জেলা ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশনের সহকারী মহা-ব্যবস্থাপক সাজিদুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক আলীসহ অনেকে।

সিরাজগঞ্জ জেলা ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশনের সহকারী মহা-ব্যবস্থাপক সাজিদুল ইসলাম জানান, করোনাকালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করতে সহায়তার জন্য বিসিক এ মেলার আয়োজন করেছে। মেলার ৯০টি স্টলে হস্ত ও কুটিরশিল্পজাত পণ্য, জুতাসহ পাটের তৈরি বিভিন্ন পণ্য, পরবিশেবান্ধব চুলা, বিকল্প জ্বালানি, ঘরের সাজসজ্জার সামগ্রী, পরিবেশবান্ধব ইট, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক-বাটিকসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।