ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মালয়েশিয়ায় আলু রপ্তানি করছে বিএডিসি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
মালয়েশিয়ায় আলু রপ্তানি করছে বিএডিসি

ঢাকা: মালয়েশিয়ার বাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) আলু রপ্তানি শুরু করেছে। বিএডিসির ইতিহাসে এটাই সর্বপ্রথম আলু রপ্তানি।

বুধবার (৭ এপ্রিল) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, কুয়ালামাপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালয়েশিয়ার বাজারে বিএডিসির আলু রপ্তানি শুরু হয়েছে। আলু রপ্তানিতে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিএডিসির মতো একটি সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিঃসন্দেহে একটি মাইলফলক, যার মাধ্যমে বাংলাদেশের পণ্য রপ্তানিতে এক নবদিগন্ত উন্মোচিত হয়েছে।

চলতি বছর ২৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ন্যানো গ্রুপ ও বিএডিসির মধ্যে আলু রপ্তানির চুক্তি হয়। এই চুক্তি অনুয়ায়ী ১১১ মেট্রিক টন ডায়মন্ড জাতের আলু মালয়েশিয়ায় রপ্তানি করা হবে।

২০১৯-২০ অর্থ বছরে মালয়েশিয়ায় ৯ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলারের আলু রপ্তানি করে বাংলাদেশ। তবে এই প্রথমবার সেদেশে বিএডিসি আলু রপ্তানি করলো।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।