ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনায় বেতন পরিশোধে বিআরটিসিকে ৮ কোটি টাকা ঋণ 

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মে ৪, ২০২১
করোনায় বেতন পরিশোধে বিআরটিসিকে ৮ কোটি টাকা ঋণ 

ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি) শর্তসাপেক্ষে আট কোটি টাকা সুদমুক্ত ঋণ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। করোনায় ভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য এ ঋণ দেওয়া হয়েছে।

বিআরটিসিকে এই ঋণের টাকা আগামী দুই বছরের মধ্যে দুই কিস্তিতে পরিশোধ করতে হবে।

মঙ্গলবার (৪ মে) অর্থবিভাগে বিআরটিসির চেয়ারম্যানের উপস্থিতিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আগে গত বছর বিআরটিসিকে একই শর্তে চার কোটি টাকা ঋণ দিয়েছিল অর্থ বিভাগ।

ঋণের শর্তে বলা হয়েছে, বরাদ্দ অর্থ কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ পরিশোধ ছাড়া অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না। এই টাকা সরকারি ঋণ হিসেবে গণ্য হবে। ঋণচুক্তি স্বাক্ষরের পরবর্তী দুই বছরে বার্ষিক সমান কিস্তিতে ঋণের অর্থ পরিশোধযোগ্য হবে। বরাদ্দ অর্থ চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটের সংশ্লিষ্ট কোডে প্রতিফলিত করতে হবে। অর্থ বিভাগেকে এই ঋণ ২০২২ সালে মে মাসে চার কোটি টাকা এবং ২০২৩ সালের মে মাসে বাকি চার কোটি টাকা পরিশোধ করবে বিআরটিসি।

জানা যায়, বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য চলতি ২০২০-২১ অর্থবছরের অর্থ বিভাগের বাজেটভুক্ত ‘আর্থিক প্রতিষ্ঠান বহির্ভূত সংস্থার জন্য ঋণ’ কোড থেকে শর্তসাপেক্ষে আট কোটি টাকা সুদমুক্ত ঋণের সম্মতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ৪, ২০২১
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।