ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছুটি শেষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
ছুটি শেষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।  

সোমবার (২৬ জুলাই) সকাল ১১টা থেকে মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী ভারতে রপ্তানি করা হয়।

 

আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, ঈদুল আজহা উপলক্ষে ছয়দিনের ছুটি শেষে বন্দরে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে ছুটির সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি সাপেক্ষে যাত্রী পারাপার চালু ছিল।  

রপ্তানি এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা দিয়ে পাথর, মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী রপ্তানি হয়। আগরতলা থেকে এসব পণ্য দেশটির সেভেন সিস্টার খ্যাত সাত রাজ্যে যায়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।