ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এআইবিলের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বদিউর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এআইবিলের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বদিউর রহমান বদিউর রহমান

ঢাকা: বেসরকারিখাতের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পর্ষদীয় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন বদিউর রহমান।

সোমবার (১৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৬২তম সভায় তাকে নির্বাচিত করা হয়।

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। পেশাগত জীবনে তিনি দেশে ও বিদেশে বহু ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। বদিউর রহমান এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিঃ, সেন্ট্রাল হসপিটাল লিঃ, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোম্পানি লিঃ, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিঃ এবং হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি জড়িত রয়েছেন।

 

বাংলাদেশ সময় ঘণ্টা: ১০৪৩, আগস্ট ১৭, ২০২১
এসই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।