ঢাকা: ট্রাক ধর্মঘটের কারণে রাজধানীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবির জনসংযোগ কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
তিনি বলেন, ঢাকা বিভাগে আমাদের ৭০-৮০টি ট্রাকে পণ্য সরবরাহ করা হয়। সেখানে সকালে ১০-১৫টি ট্রাক বের হতে পারলেও বাকি ট্রাকগুলো আটকে দেওয়া হয়েছে।
হুমায়ুন কবির বলেন, আমাদের পক্ষ থেকে ট্রাক মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির বাংলানিউজকে বলেন, ১৫ দফা দাবিতে সারাদেশে আমাদের ৭২ ঘণ্টার কর্মবিরতি চলছে। এরমধ্যে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘন্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এসএমএকে/আরবি