ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অক্টোবরে রেমিটেন্স ১৬৪৭ মিলিয়ন ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
অক্টোবরে রেমিটেন্স ১৬৪৭ মিলিয়ন ডলার ...

ঢাকা: চলতি বছরের অক্টোবর মাসে প্রবাসীরা ১ হাজার ৬৪৭ মিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বা ৪৫৫ মিলিয়ন ডলার কম।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে রেমিটেন্স কম এসেছে ৪ শতাংশ। সেপ্টেম্বর রেমিটেন্স এসেছিল ১ হাজার ৭২৭ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭ দশমিক ০৫ বিলিয়ন ডলার। যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কম। গেল অর্থবছরে প্রথম চার মাসে দেশে এসেছিল ৮ দশমিক ৮১ বিলিয়ন ডলার।

২০২০ সালের মার্চে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর বৈধপথে রেমিটেন্স বাড়তে শুরু করেছিল। সম্প্রতি করোনার প্রকোপ কমে যাওয়ার পাশাপাশি মানুষের বিদেশ ভ্রমণ বেড়ে যাওয়ায় আবারও কমতে শুরু করেছে রেমিটেন্স। ফলে সরকারের ২ শতাংশ প্রণোদনার সঙ্গে কয়েকটি ব্যাংকের বাড়তি ১ শতাংশ প্রণোদনা দিয়েও বৈধপথে রেমিটেন্সের প্রবৃদ্ধির ধারা ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এসই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।