ঢাকা: রাজশাহীর বাঘা উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮৩তম শাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লায়েব উদ্দীন লাভলু, বাঘা পৌরসভার মেয়র মো. আব্দুর রাজ্জাক, বাঘা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন ও বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম বাবুল।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মো. মিজানুর রহমান মিজি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাঘা শাখার প্রধান মো. মোয়াজ্জেম হোসেন।
গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য দেন বাঘা পৌরসভার প্যানেল মেয়র মোছা. মনোয়ারা বেগম, বাঘা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মো. কামাল হোসেন, সমাজ সংগঠক মো. মামুন হোসেন ও ব্যবসায়ী শ্রী বিপুল কুমার।
অনুষ্ঠান শেষে শাখার এটিএম বুথ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
আরআইএস