ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থনীতির উন্নয়নে বিনিয়োগ শিক্ষার বিকল্প নেই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
অর্থনীতির উন্নয়নে বিনিয়োগ শিক্ষার বিকল্প নেই

ঢাকা: অর্থনীতির উন্নয়নে বিনিয়োগ শিক্ষার বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী চেয়ারম্যান মাহমুদা আক্তার।  

শনিবার (১১ ডিসেম্বর) রাজধানী পল্টনে আলরাজি কমপ্লেক্সে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের নিজস্ব কার্যালয়ে দুই দিনব্যাপী এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে উন্নয়ন হচ্ছে। পুঁজিবাজারও সমৃদ্ধ হচ্ছে। সুতরাং অর্থনীতির উন্নয়নের জন্য বিনিয়োগ শিক্ষার বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশের পুঁজিবাজারের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পুঁজিবাজার নিয়ে যারা প্রতিবেদন করেন তাদের পর্যাপ্ত জ্ঞানের প্রয়োজন রয়েছে।  আমি মনে করি এসব সাংবাদিকদের বিনিয়োগ শিক্ষার গ্রহণ করা উচিত।

কর্মশালার আগে আলোচনা সভায় সংগঠনের সভাপতি হাসান ইমাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।