ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেট চেম্বারের নির্বাচন: বিজয়ে সমতা দুই প্যানেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
সিলেট চেম্বারের নির্বাচন: বিজয়ে সমতা দুই প্যানেলে

সিলেট: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে উভয় প্যানেল থেকে সমান সংখ্যক তথা ১১ জন করে প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

রোববার (১২ ডিসেম্বর) ভোর রাতে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জব্বার জলিল। এ সময় তাকে সহযোগিতা করেন বোর্ডের দুই সদস্য অ্যাডভোকেট মিছবাউর রহমান আলম ও মো. সিরাজুল ইসলাম শামীম।

নির্বাচনে অর্ডিনারি শ্রেণিতে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ফালাহ উদ্দিন আলী আহমদ (৭১৩ ভোট), ফখর উছ সালেহীন নাহিয়ান (৭০৮ ভোট), মুশফিক জায়গীদার (৬৫৩ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন।  

সিলেট ব্যবসায়ী পরিষদে হুমায়ূন আহমদ (৯১১ ভোট), জহিরুল কবির চৌধুরী (৮৬৭ ভোট), ফাহিম আহমদ চৌধুরী (৮৫৯ ভোট), খন্দকার ইসরার আহমদ রকী (৭৯৬ ভোট), আলীমুল এহছান চৌধুরী (৭৩২ ভোট), মো. আব্দুস সামাদ (৬৮৮ ভোট), দেবাংশু দাস মিঠু (৬৮৪ ভোট), মো. নজরুল ইসলাম (৬৫৩ ভোট), আব্দুর রহমান জামিল (৬৫০ ভোট) বিজয়ী হয়েছেন।

অ্যাসোসিয়েট শ্রেণিতে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তাহমিন আহমদ (৬৫৭ ভোট), মুজিবুর রহমান মন্টু (৬৫৭ ভোট), ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব (৬১২ ভোট) ও কাজী মো. মোস্তাফিজুর রহমান (৬০৭ ভোট) এবং সিলেট ব্যবসায়ী পরিষদের জিয়াউল হক (৫৭০ ভোট) ও হাজী সরোয়ার হোসেন ছেদু (৫৪০ ভোট) বিজয়ী হন।

ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তন্মধ্যে ট্রেড গ্রুপ শ্রেণিতে চেম্বারের সদ্য সাবেক সভাপতি আবু তাহের মো. শোয়েব, মো. হিজকিল গুলজার ও মো. আতিক হোসেন এবং গোলাপগঞ্জ টাউন অ্যাসোসিয়েশন থেকে আমিনুর রহমান।

এ দুই ক্যাটাগরিতে চারটি পরিচালক পদে সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি।

ফলাফলে জানা গেছে, সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে সমান সংখ্যক প্রার্থী বিজয়ী হওয়ায় প্রেসিডিয়াম গঠন নিয়ে জটিলতা দেখা দিতে পারে। ফলে প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সমঝোতা ছাড়া অন্য কোনো উপায় দেখছেন না সংশ্লিষ্টরা।

এর আগে শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ সম্পন্ন হয় নগরের ধোপাদীঘিরপারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে। ভোট গ্রহণ শেষে গণনার পর ভোরে ফলাফল প্রকাশ করা হয়।

এবার নির্বাচনে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদের ব্যানারে ৪৪ জন প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে চারজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অপর ৪০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তবে সিলেট চেম্বার নির্বাচনকে ঘিরে সিলেটের শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রবীণ ব্যবসায়ী নেতারাও দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন। রাজনৈতিক নেতারা দুটি প্যানেলের সভা-সমাবেশে বক্তব্য রাখেন। সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয় ব্যবসায়ীদের এ নির্বাচনী উৎসব।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।