ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের নতুন পর্ষদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের নতুন পর্ষদ

ঢাকা: ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২০২১-২০২৩ মেয়াদের জন্য গঠিত ২৪ সদস্যের পর্ষদে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন নিটল মটরস লিমিটেডের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এইচএসটিসি লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এম শোয়েব চৌধুরী এবং ইন্দোফিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিষেক দাস।

অনারারি সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড ড. প্রকাশ চাঁদ সাবু।

অনারারি যুগ্ম মহাসচিব হয়েছেন কোয়ালিটি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াহেদ, অনারারি কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সিস্টেম টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সুলতান আহমেদ।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন—ফতুল্লা ইস্পাত রি-রোলিং মিলসের মোহাম্মদ আলী, সিইআট একেখান লিমিটেডের ভেনুগোপাল নাম্বিকেরিল চেল্লাপ্পান পিল্লাই, বি আর স্পিনিং মিলস লিমিটেডের আলহাজ মো. বজলুর রহমান, এমএকেএস অ্যাটায়াস ফারখুন্দা জাবীন খান, মেরিকো বাংলাদেশ লিমিটেডের আশীষ গৌপাল, টাটা মটরস লিমিটেডের মধু পি সিং, শারোথি এন্টারপ্রাইজের মতিয়ার রহমান, ব্রিক ওয়ার্কস ডেভলপমেন্ট লিমিটেডের লিয়াকত আলী ভূঁইয়া, এশিয়ান পেইন্টস লিমিটেডের রিতেশ দোশি, রহমান শিপিং লাইনসের মো. মশিউর রহমান, মাহিন্দ্রা ও মাহিন্দ্রা লিমিটেডের রবিন কুমার দাস, দ্য হিমালয়া ড্রাগ কোম্পানি লিমিটেডের শ্রীকান্ত আইয়ার, আয়ন এক্সচেঞ্জ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট (বিডি) লিমিটেডের মো. জুলফিকার শেখ, এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেডের নগেন্দ্র দ্বিবেদী, এয়ার টাচ লিমিটেডের মাওলানা এয়াকুব শরাফতি, এজিয়ন ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের অজিত কুমার, সান ফার্মাসিউটিক্যালস (বাংলাদেশ) লিমিটেডের সঞ্জয় বসু, গালফ ওরিয়েন্ট সিওয়েজের এস কে মাহফুজ হামিদ।

রোববার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত আইবিসিসিআই নির্বাচনী বোর্ডে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন মো. শামসুল আলম, সদস্য ছিলেন বিজয় কুমার কেজরিওয়াল ও মো. কোহিনুর ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।