ঢাকা: বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০২০-২১ অর্থবছরে ৭২ কোটি তিন লাখ টাকা মুনাফা করেছে। এর আগে ২০১৯-২০ অর্থবছরে বিএসসি ৪১ কোটি ৪৭ লাখ টাকা মুনাফা করেছিল।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকায় বিএসসি ভবনে সংস্থার পরিচালনা পর্ষদের ৩১০তম বৈঠকে এসব তথ্য জানানো হয়।
বিএসসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
বিএসসি ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬৬ কোটি ২৫ লাখ টাকা নিট লাভ করেছে। গত অর্থবছরের (২০২০-২১) একই সময়ে নিট লাভ ছিল আট কোটি ৮০ লাখ টাকা।
বৈঠকে জানানো হয়, বিএসসি ২০১৯-২০ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। ২০২০-২১ অর্থবছরে ১২ শতাংশ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করেছে।
সভায় অন্যান্যের মধ্যে বিএসসির পরিচালনা পর্ষদের সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য ও বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির, পরিচালনা পর্ষদের সদস্য স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম শাহজাহান মিনা ও ড. মো. আবদুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য মো. আবদুর রহিম খান, নাসিমা পারভীন, পীযূষ দত্ত এবং মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এমআইএইচ/এমজেএফ