ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবিবির চেয়ারম্যান সেলিম, সেক্রেটারি রাশেদ মাকসুদ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এবিবির চেয়ারম্যান সেলিম, সেক্রেটারি রাশেদ মাকসুদ 

ঢাকা: ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বেসরকারিখাতের ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম রেজা ফরহাদ হোসেন ও সেক্রেটারি জেনারেল হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার রাশেদ মাকসুদ।

সোমবার (২৭ ডিসেম্বর) রাতে এবিবির বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৩ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার।

নতুন কমিটির তিনজন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান, সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিন ও এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়াকে।

ট্রেজারার করা হয়েছে মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান-উজ-জামান।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসই/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।