ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
ওয়ান ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে চুক্তি ওয়ান ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে চুক্তি।

ঢাকা: সম্প্রতি ওয়ান ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুসারে, ওকে ওয়ালেট এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিজিটাল ইকো সিস্টেম তৈরির মাধ্যমে তাদের গ্রাহকদের জন্য যুগোপযোগী সলিউশন এবং অফার নিয়ে আসবে।

 

ওকে ওয়ালেট অ্যাপ ব্যবহার করে ওকে ওয়ালেট কাস্টমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ভিসা, মাস্টারকার্ড এবং ইউনিয়নপে এর এ্যাড মানি সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়াও গ্রাহকরা মিউচুয়াল ট্রাস্টের এটিএম ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন।

ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং  প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।