ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

২ দিনপর আমদানি-রপ্তানি বাণিজ্য সচল 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
২ দিনপর আমদানি-রপ্তানি বাণিজ্য সচল 

বেনাপোল (যশোর): ভারতের পেট্রাপোল বন্দরের অভ্যন্তরীণ কোন্দলে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে দুই দিন বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের সহকারী চালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ৈ।

এসময় তিনি জানান, ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে সঠিক পরিচয়পত্রবিহীন ভারতীয় ট্রাক চালক ও ট্রান্সপোর্ট কর্মচারীদের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা প্রবেশে বাধা দেওয়ায় দুই দেশের মধ্যে গত ১৭ জানুয়ারি সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দেয় ভারতীয় ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। দুপুর থেকে তারা দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল করেছে। তবে তাদের এ সমস্যা সমাধান হয়েছে কি না তারা জানেন না বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad