ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলসের ডিলার সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলসের ডিলার সম্মেলন সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলসের ডিলার সম্মেলন।

ঢাকা: ‘আগামীর নেতৃত্বে আমরা একসাথে’ এই শ্লোগানে অনুষ্ঠিত হয়েছে সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলসের বাৎসরিক ডিলার সম্মেলন।

শনিবার (২২ জানুয়ারি) বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।

 

সারাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় পাঁচ শতাধিক ডিলার এই সম্মেলনে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আব্দুস সালাম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সালাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম রাজু।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সালাম গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক সৈয়দ তাসমিউল হক চঞ্চল, নির্বাহী পরিচালক মো. সাঈদ আহমেদ খান, পরিচালক সৈয়দ আরাফাত সালাম সিজান, পরিচালক সৈয়দ মাহবুব ইসলাম, পরিচালক মো. নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সালাম স্টিলের মানোন্নয়ন ও বিক্রয় প্রসারসহ একবিংশ শতাব্দীর ব্যবসা বিষয়ক মুক্ত আলোচনা এবং চলতি বছরের ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বাৎসরিক বিক্রয় লক্ষ্যমাত্রার উপর নির্ভর করে ২১ জন ডিলারকে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।