ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫ টাকার গোলাপ আজ ১০০ টাকা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
৫ টাকার গোলাপ আজ ১০০ টাকা! বিক্রির জন্য রাখা গোলাপ ফুল। ছবি: বাংলানিউজ

খুলনা: পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে খুলনায় ৫ টাকার একটি গোলাপ ফুল আজ বিক্রি হচ্ছে ১০০ টাকা করে। বিশেষ দিনে গোলাপ ফুলের দাম বেশি হলেও তা কিনে নিচ্ছেন ফুলপ্রেমীরা।



সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর ফারাজীপাড়ার ফুল মার্কেটে সরেজমিনে দেখা গেছে, গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জারবেরা, গ্লাডিওলাস, ক্যান্ডুলা, জিপসিসহ নানা রঙের ফুলের সৌরভে রঙিন হয়ে ওঠে চারপাশ।

বসন্তের রঙ হলুদ পাঞ্জাবি, শাড়ি পরে তরুণ-তরুণীরা ফুলের দোকানে ভিড় করছেন। প্রতিটি দোকানেই ক্রেতাদের উপচেপড়া ভিড়। ক্রেতাদের বেশির ভাগই তরুণ-তরুণী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী। দেখা মিলেছে নবদম্পতিদেরও। ছেলে-মেয়েদের নিয়েও এসেছেন অনেক বাবা-মা। দাম বেশি হলেও প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে তারা কিনছেন গোলাপ। ফুলের বাজারে ভালোবাসার উত্তাপ লাগায় বেশ বিপাকেই পড়ছেন প্রেমিক যুগলরা। এ মার্কেটে সবচেয়ে বড় লাল গোলাপ বিক্রি হচ্ছে ১শ টাকা দরে প্রতি পিস। ফুল কিনতে আসা ইমরান নামে এক ক্রেতা বলেন, সপরিবার নিয়ে ফুল কিনতে এসেছি। তবে, এবার একটু দাম বেশি।

বিসমিল্লাহ ফুল ঘরের মালিক রিপন বাংলানিউজ বলেন, পাইকারি মোকামে সব ধরনের ফুলের দাম এবার কয়েক গুণ বেড়েছে। বড় আকারের লাল গোলাপ যশোরের গদখালিতে থেকে আনা হয়েছে। যা প্রতি পিস ১শ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি ফুল ঘরের প্রোপাইটর বাদল শেখ বলেন, বসন্ত ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে লাল গোলাপ ফুলের চাহিদা সবচেয়ে বেশি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।