ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বেজিয়ার প্রেসিডেন্ট হলেন সাফওয়ান সোবহান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
বেজিয়ার প্রেসিডেন্ট হলেন সাফওয়ান সোবহান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান

ঢাকা: বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বেজিয়া) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জোন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান।

এ সময় অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বেজিয়া) নবিনির্বাচিত প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান।

প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ ১৭ জনের নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য টি আই এম নূরুল কবির, অনলাইনে যুক্ত ছিলেন মোহাম্মদ রিয়াদ আলী এবং সংগঠনের সচিব মো. রফিকুল ইসলাম। নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্যরা।


বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টর অ্যাসোসিয়েশন নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান | ছবি: রাজীন চৌধুরী

২০২২-২০২৪ মেয়াদের জন্যে নির্বাচিত কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল জব্বার, ভাইস প্রেসিডেন্ট-১ নির্বাচিত হয়েছেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রূপালী এইচ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট-২ নির্বাচিত হয়েছেন অনন্ত অ্যাপারেলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. শরীফ জহির, ভাইস প্রেসিডেন্ট-৩ নির্বাচিত হয়েছেন সায়মন বিচ রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান, ফিন্যান্স ডিরেক্টর নির্বাচিত হয়েছেন ফখরুদ্দীন টেক্সটাইল মিলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আসিফ আশরাফ।

এছাড়াও অন্যান্য নির্বাচিত পরিচালকদের মধ্যে রয়েছেন—আমির আলি হুসেইন (ম্যানেজিং ডিরেক্টর, বিএসআরএম স্টিল মিলস লি.); মো. মুস্তফা হায়দার (ম্যানেজিং ডিরেক্টর, এসপিএল পেট্রো কেমিকেল কমপ্লেক্স লি.); ড. আরিফ দৌলা (ম্যানেজিং ডিরেক্টর, এসিআই লিমিটেড); মো. সারোয়ার কামাল (ম্যানেজিং ডিরেক্টর, ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিং প্রোডাক্টস লি.); মোহাম্মদ মোস্তফা (ম্যানেজিং ডিরেক্টর, রাতুল এপারেলস লিঃ); মো. হালিমুজ্জামান (ডিরেক্টর ও সিইও, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লি.); তাহসিন আমান (ম্যানেজিং ডিরেক্টর, আমান স্পিনিং মিলস লি.); মো. মতিউর রহমান (চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, উত্তরা মটরস লি.); দেলোয়ার এইচ টিটু (ম্যানেজিং ডিরেক্টর, মার্চেন্ট মেলবোর্ন লি.); মীর মাসুদ কবির (ম্যানেজিং ডিরেক্টর, ম্যাংগো টেলি সার্ভিসেস লি.); হুমায়ুন রশীদ (ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লি.)।

কমিটি ঘোষণা শেষে এরতেজা হাসান বলেন, বোর্ডের স্বার্থে আমরা কাজ করেছি। অত্যন্ত সুন্দর একটি কমিটি হয়েছে। আমরা আশা করবো, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এই কমিটি ভূমিকা রাখবে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আমরা সবাই মিলে একটি অনুষ্ঠান করবো।

২০২০ সালের ১ নভেম্বর বাংলাদেশ কোম্পানি আইন নীতিমালার ধারা-২৮ এর আওতায় বাংলাদেশ বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্সপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া)। এটি একটি অলাভজনক ও অবাণিজ্যিক সংগঠন, যার মূল উদ্দেশ্য সব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।