ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক ইলিশের দাম ২৪০০ টাকা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
এক ইলিশের দাম ২৪০০ টাকা! ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বড় ইলিশ দেখাচ্ছেন এক জেলে। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনায় এক কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (২ মার্চ ) দিনগত রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌর মাছ বাজারে এই সাইজের একাধিক ইলিশ বিক্রি করতে দেখা যায়।

মাছগুলো স্থানীয় বিষখালী নদীতে ধরা পড়ে।

বরগুনা পৌর মাছ বাজারে খুচরা মৎস্য ব্যবসায়ী সজীব বাংলানিউজকে বলেন, ‘বিকেলে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের এক জেলে বড় সাইজের তিনটি ইলিশ মাছ বাজারে নিয়ে আসেন এবং পাইকারী দরে বিক্রি করেন। তার তিনটি ইলিশের মধ্য দুটি ইলিশের ওজন এক কেজি ৬০০ গ্রাম। ’পাইকারী মাছ ব্যবসায়ী নান্টু মোল্লা বাংলানিউজকে বলেন, ‘ইলিশের নিষেধাজ্ঞা সফলভাবে পালন করায় বরগুনার স্থানীয় নদীগুলোতে বড় বড় ইলিশের সংখ্যা এক সপ্তাহ ধরে বেড়ে গেছে। বাজারে ১ কেজি ৪০০ থেকে শুরু করে ৭০০ গ্রাম ওজনের প্রচুর পরিমাণ ইলিশ বাজারে রয়েছে। ১ কেজি ইলিশ মাছ ১৫০০ থেকে ১৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে, ছোট ইলিশের ক্ষেত্রে ৩০০ থেকে শুরু করে ১২শ টাকা পর্যন্ত দাম নির্ধারণ করেছেন স্থানীয় পাইকারী মাছ বিক্রেতারা। ’বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বাংলানিউজকে বলেন, ‘ইলিশ ধরায় নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হওয়ায় নদীতে রাজা ইলিশ ধরা পড়ছে। ’ 

তিনি আরও বলেন, ‘গত অভিযানগুলো সফলভাবে পরিচালনা হওয়ায় নদীতে এখন বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। ’

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।