ঢাকা: বুড়িগঙ্গা নদী (নিউ ধলেশ্বরী-পুংলি- বংশাই-তুরাগ-বুড়িগঙ্গা রিভার সিস্টেম) পুনরুদ্ধার (২য় সংশোধিত) প্রকল্পের লট-৩, ৪ এর পূর্ত কাজের ব্যয় ৪৯ কোটি ৪০ লাখ ৩২ হাজার ৮৯৯ টাকা বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার (০৩ মার্চ) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত দু’টি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে অর্থমন্ত্রী বলেন, ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১১টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্রয়ের প্রস্তাবনাগুলোর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের ২টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২টি, খাদ্য মন্ত্রণালয়ের ২টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ১টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি এবং কৃষি মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল। এছাড়া টেবিলে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। ক্রয় কমিটির অনুমোদিত ১২ টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৭৩৭ কোটি ০৪ লাখ ১৩ হাজার টাকা।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বুড়িগঙ্গা নদী (নিউ ধলেশ্বরী-পুংলি-বংশাই- তুরাগ- বুড়িগঙ্গা রিভার সিস্টেম) পুনরুদ্ধার (২য় সংশোধিত) প্রকল্পের লট-৩ এর পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২২ কোটি ৭০ লাখ ১৯ হাজার ৬৯৮ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব যৌথভাবে এলএ এবং টিটিএসএল ঢাকাকে অনুমোদন দেওয়া হয়েছে।
একই প্রকল্পের লট-৪ এর পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২৬ কোটি ৭০ লাখ ১৩ হাজার ২০১ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব যৌথভাব কেএসএ এবং এলএ কে অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো হলো-
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক জেট এ-১ পাইপলাইন ফ্রম পিতলগঞ্জ (নিয়ার কাঞ্চন ব্রিজ) টু কুর্মিটোলা অ্যাভিয়েশন ডিপো ইনক্লুডিং পাম্পিং ফ্যাসিলিটিজ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান (পিএমসি) যৌথভাবে জার্মানির Dorsch Holding GmbH এবং ভারতের Dorsch Consultant Pvt. লিমিটেডকে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৯ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৬৩৫ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক জেট এ-১ পাইপলাইন ফ্রম পিতলগঞ্জ (নিয়ার কাঞ্চন ব্রিজ) টু কুর্মিটোলা অ্যাভিয়েশন ডিপো ইনক্লুডিং পাম্পিং ফ্যাসিলিটিজ প্রকল্পে ইপিসি ঠিকাদার বাংলাদেশ নৌ-বাহিনীর অঙ্গ প্রতিষ্ঠান নৌ-কল্যাণ ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি লি. কে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৮৪ কোটি ১৩ লক্ষ ২৭ হাজার ৫৭৬ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা,মার্চ ০৩, ২০২২
জিসিজি/এসআইএস