ফেনী: ফেনীতে জনতা ব্যাংক লিমিটেডের নেতৃত্বে জেলার সকল ব্যাংকের অংশগ্রহণে জেলায় কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতে অর্থায়ন কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) ফেনী শহরের বেস্ট ইন হোটেলের কনফারেন্স হলে দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত সি এম এস এমই খাতের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঋণের শতভাগ বিতরণ বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
জনতা ব্যাংক লিমিটেড, নোয়াখালীর মহাব্যবস্থাপক বিশ্বজিত কর্মকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় ঢাকার মহাব্যবস্থাপক মো. শামীম আলম কোরেশী। স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেড ফেনীর এজিএম-ইনচার্জ মো. এমরান হোসেন মজুমদার।
শাখা ব্যবস্থাপক মো. আশরাফ-উদ-দৌলার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. কুমিল্লা অঞ্চল প্রধান ও ব্যাংকার্স ফোরাম ফেনীর সভাপতি শামছুল করিম মজুমদার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিক ফেনীর এজিএম অরবিন্দ দাস, ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।
উদ্যোক্তাদের ম বক্তব্য রাখেন আমির হোসেন ভূঁইয়া, কাজী জামাল উদ্দিন, কামরুন নেসা মনি, আবদুল মোতালেব, জামাল উদ্দিন, ড. বেলাল উদ্দিন আহমদ, জামাল উদ্দিন, নাজরানা হাফিজ অমলান, ডা. শাহাদাৎ হোসেন।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক চালিকাশক্তিকে গতিশীল করার লক্ষ্যে এসএমই খাতের ঋণ বিতরণে সমন্বিত ও সুচারুরূপে বাস্তবায়নে কাজ করছে ব্যাংকিং খাত।
সভায় ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বাণিজ্যিক সংগঠন, উদ্যোক্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিল্প প্রতিষ্ঠান প্রধান এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এসএইচডি/এনএইচআর