ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিকাশে ২৫ হাজার টাকা ক্যাশ আউটে ৫০ টাকা ক্যাশব্যাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
বিকাশে ২৫ হাজার টাকা ক্যাশ আউটে ৫০ টাকা ক্যাশব্যাক

ঢাকা: রোজার মাসে গ্রাহকের ক্যাশ আউট আরও সাশ্রয়ী করতে প্রতিবার ২৫ হাজার টাকা ক্যাশ আউটে ৫০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ।

বিকাশ অ্যাপ বা ইউএসএসডি ব্যবহার করে গ্রাহকরা তাদের প্রিয় এজেন্ট, কিংবা যে কোনো এজেন্ট থেকে এই নির্দিষ্ট পরিমাণ টাকা ক্যাশ আউট করে ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সুবিধা নিতে পারবেন গ্রাহকরা।  

বর্তমানে গ্রাহকরা সাশ্রয়ী রেটে একটি প্রিয় এজেন্ট নম্বর থেকে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪.৯০ টাকা খরচে ক্যাশ আউট করতে পারছেন। ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্যান্য এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে ১৮.৫০ ক্যাশ আউট চার্জ প্রযোজ্য।

যাত্রা শুরুর সময় থেকে গত এক দশকে দেশের প্রতিটি প্রান্তে প্রায় তিন লাখ এজেন্ট নিয়ে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে বিকাশ। ফলে, গ্রাহকরা ‘হিউম্যান এটিএম’ খ্যাত তাদের নিকটবর্তী এসব এজেন্ট পয়েন্ট থেকে যে কোনো সময় ক্যাশ আউট করতে পারছেন কম খরচে, খুব সহজেই।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।