ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে চুনাপাথর আমদানি শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে চুনাপাথর আমদানি শুরু

সিলেট: ২৩ দিন বন্ধ থাকার পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে চুনাপাথর আমদানি শুরু হয়েছে।

সোমবার (১ আগস্ট) সকালে চুনাপাথরবোঝাই গাড়ি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।

এর আগে গত ৮ জুলাই ভারত থেকে চুনাপাথর আমদানি বন্ধ হয়।
 
ভোলাগঞ্জ কাস্টমস সুপার আহমদ আলী খান বলেন, ভারতের ইমপোর্ট-এক্সপোর্ট অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে পাথর রপ্তানি বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। এছাড়া অন্য কোনো কারণ তারা চিঠিতে উল্লেখ করেনি।  

অবশ্য সোমবার সকাল থেকে আবারও চুনাপাথর নিয়ে ভারতীয় গাড়ি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।  

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপ সূত্র জানায়, ভারতের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তাদেরই একটি পক্ষ রাস্তা বন্ধ করে রেখেছিল। ফলে প্রতিদিন সরকার দুই লক্ষাধিক টাকা রাজস্ব বঞ্চিত হয়। আর অন্তত ২০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন।  

তবে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু বলেন, রাস্তা মেরামতের জন্য ভারত থেকে বাংলাদেশে চুনাপাথর রফতানি বন্ধ রেখেছিল। গত তিন দিন আগে তারা চিঠি দিয়ে সোমবার থেকে আবারও পাথর রফতানির বিষয়টি আমাদের অবগত করেছে। ফলে ২৩ দিন পর আগের মতোই পাথর আমদানি শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।