ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন গয়না গ্রামের কারিগররা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন গয়না গ্রামের কারিগররা

সাভার (ঢাকা): করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সাভারের ভাকুর্তার গহনা পল্লীর কারিগরদের নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পর সেখানে কারিগরদের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রণোদনা ঋণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে ভাকুর্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবির) সাভার কার্যালয়ের উদ্যোগে এ প্রণোদনা দেওয়া হয়।

এ সময় ৪১ জন গহনা কারিগরদের মধ্যে দুই বছরের জন্য ৪৬ লাখ ৫০ হাজার টাকার চেক দেন বিআরডিবির মহাপরিচালক (গ্রেড-১) সাহেদ আলী।

জানা যায়, ঐহিত্যবাহী ভাকুর্তা বাজারে প্রায় ১১ হাজার ইমিটেশন ব্যবসায়ী রয়েছে। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি তামা পিতলের এসব গহনা দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে। যার মধ্যে নারীদের গলার গহনা, কানের দুল, চুরি, চেইন, আংটি ইত্যাদি। পরে করোনা ভাইরাসের কারণে গহনা পল্লীর কারিগরদের মধ্যে আর্থিক সংকট দেখা দিলে এ শিল্প বন্ধ হওয়ার উপক্রম হয়। এ নিয়ে গত কয়েক মাস আগে আর্থিক সংকটে সাভারের ভাকুর্তার গহনার কারীদের নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেখানে ঋণ দেওয়ার পরিকল্পনা করে বিআরডিবি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে ঋণ বিতরণে উপস্থিত ছিলেন বিআরডিবির পরিচালক আবদুর রশিদ, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, বিআরডিবির উপ-পরিচালক গোলাম সারওয়ার মোস্তফা, সাভার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাজ্জাদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।