ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রমিক-কর্মচারী সংঘর্ষ, ভোমরা স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
শ্রমিক-কর্মচারী সংঘর্ষ, ভোমরা স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ট্রাক আনলোড করতে বাড়তি চারশ’ টাকা চার্জের দাবি নিয়ে বিরোধে কর্মচারীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন শ্রমিক-কর্মচারী আহত হয়েছেন।

 

এ সংঘর্ষের জেরে সমস্ত ট্রাক লোড-আনলোড বন্ধ রয়েছে। এতে সীমাহীন ট্রাকজটের সৃষ্টি হয়েছে।

ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান জানান, ট্রাক প্রতি আনলোড করতে ৮শ টাকা দিতেন ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয় করে আমরা ১ হাজার ২শ টাকা দাবি করেছিলাম। এই দাবিতে কর্মবিরতি পালন করছিলাম। শনিবার বিকেলে কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে ব্যবসায়ীদের গুদামের শ্রমিকদের দিয়ে ট্রাক লোড-আনলোড করার সময় সাধারণ শ্রমিকরা বাঁধা দেয়। এ নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কর্মচারী ইউনিয়নের সাব্বির হোসেন, শ্রমিক দেলওয়ারসহ তিনজন আহত হয়।

ট্রাকপ্রতি আনলোড চার্জ ১ হাজার ২শ টাকা না হলে শ্রমিকরা কাজ করবে না বলে জানান হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের এই নেতা।

এ বিষয়ে ভোমরা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন হোসেন জানান, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট নেতাদের সঙ্গে বিকেলে সভা হওয়ার কথা রয়েছে। আশা করছি, সভায় বিষয়টি নিষ্পত্তি হবে।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।