ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বাংলাদেশে যৌথভাবে বড় বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা'

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
‘বাংলাদেশে যৌথভাবে বড় বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা' সাংবাদিকদের ব্রিফিং করছেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম

ঢাকা: বাংলাদেশে যৌথভাবে বিপুল পরিমাণে বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

রোববার (২৮ আগস্ট) বিডার কনফারেন্স রুমে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি  একথা বলেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন,  গত ২৩ আগস্ট ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) ও ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) আয়োজনে 'ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিপুল পরিমাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে যৌথভাবে বিনিয়োগের জন্য ভারতীয় কোম্পানিগুলো ৯টি ইওআই স্বাক্ষর করে। এতে প্রাথমিক অবস্থায় ভারতীয় বিনিয়োগ থাকবে ৮০০ কোটি টাকারও বেশি।

এরমধ্যে রয়েছে বাংলাদেশের নিটল-নীলয় গ্রুপের সঙ্গে টিবিএস থ্রি হুইলার কার্গোর ৩০০ কোটি টাকার বিনিয়োগ ইওআই স্বাক্ষর।

এছাড়া ভারতীয় বিনিয়োগকারীরা টাটা ড্রাইসেল জেনারেটর, মাস্টার্ড ওয়েল জয়েন্ট ভেঞ্চার ইন বাংলাদেশ, মার্বেল অ্যান্ড গ্রানেট কার্টিং অ্যান্ড পলিশিং জয়েন্ট ভেঞ্চার ইন বাংলাদেশ, জুয়েলারি ইন্ডাস্ট্রি, সিলভার, গোল্ড অ্যান্ড হ্যান্ড মেইড, ট্যুরিজম বিজনেসেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। এছাড়াও বিজয় এন্টারপ্রাইজের সঙ্গে ৫০ কোটি টাকা বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আগামী মাসে ভারত সফর করবেন। তখন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) সঙ্গে তার মিটিং রয়েছে। ফলে আরও বেশি ভারতীয় বিনিয়োগ বাংলাদেশে আসবে।

উল্লেখ্য, জয়পুরে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ও কিনোট স্পিকার হিসাবে মো. সিরাজুল ইসলাম বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ তুলে ধরেন, বিভিন্ন সেক্টরে ভারতীয় বিনীয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের উৎসাহ দেন।

মিডিয়া ব্রিফিংয়ে আইবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, ভারতীয় উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে খুবই আগ্রহী। বর্তমানে বাংলাদেশ থেকে বছরে প্রায় ২ বিলিয়ন ডলারের পণ্য ভারতে রপ্তানি হয়। আমরা এটাকে তিন বিলিয়নে উন্নীত করে রপ্তানি বৈষম্য কমিয়ে আনাসহ বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর জন্য কাজ করছি।

মিডিয়া ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে আইবিসিসিআইর সহ-সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আজাদ ও কর্পোরেট মেম্বার এম এ আজিজ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।