ঢাকা: ওয়ান ব্যাংকের কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং ও কমবেটিং ফাইন্যান্সিং অব টেরোরিজম’ বিষয়ক প্রশিক্ষণ গত ৯ ও ১০ সেপ্টেম্বর ব্যাংকের চট্টগ্রাম জোনের সকল কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ এন্টি মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার এ বি এম সাইফ সারওয়ার।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে প্রথম দিন বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. নুরুল আমিন এবং দ্বিতীয় দিন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের পরিচালক মো. আরিফ হোসাইন খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে ওয়ান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
কেএআর