ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিসেম্বরের মধ্যেই এলসি সমস্যার সমাধান হবে: পরিকল্পনামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট| | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
ডিসেম্বরের মধ্যেই এলসি সমস্যার সমাধান হবে: পরিকল্পনামন্ত্রী বক্তব্য দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান/ ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: ডিসেম্বরের মধ্যেই পণ্য আমদানির ঋণপত্র বা এলসি খোলা সংক্রান্ত সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।  

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী বাংলাদেশ বিল্ডকন, উড ও ইলেট্রিক্যাল ইন্টারন্যাশনাল প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে বাণিজ্যিক আমদানির ঋণপত্র বা এলসি খোলা নিয়ে সমস্যার সমাধান হবে। আপনাদের এলসি খুলতে সমস্যা হচ্ছে। আর এক মাস একটু অপেক্ষা করুন। এখনই সংকট কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। ডিসেম্বরের মধ্যেই সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, গভর্নরের (বাংলাদেশ ব্যাংকের গভর্নর) সঙ্গে দুদিন আগেও কথা হয়েছে। তারপরও আমি আপনাদের সমস্যার কথাগুলো গভর্নরের কাছে পৌঁছে দেবো।

মন্ত্রী বলেন, এই সরকার পুরোপুরি ব্যবসাবান্ধব। অর্থনীতির ৮০ শতাংশ ব্যবসায়ীদের হাতে। সেজন্য আপনাদের জন্য সব দরজা খোলা। প্রধানমন্ত্রী আপনাদের জন্য অত্যন্ত আন্তরিক।

এম এ মান্নান বলেন, আমাদের সামাজিক শৃঙ্খলা রক্ষা করতে হবে। সামাজিক শৃংখলা রক্ষার জন্য প্রয়োজনে আমাদের সবাইকে কথা বলতে হবে। রাজনীতির নামে অরাজকতা ও বিনাশ যেন আমরা করতে না পারি। ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, সাধারণ মানুষকে বলব, যেসব দেশ উন্নয়ন করেছে, তাদের সামাজিক শান্তি ঠিক ছিল। আমরাও ব্যবসায়ীদের এতদিন নিরবচ্ছিন্ন কাজ করতে দিয়েছি। কিন্তু এখন রাজনীতির নামে অরাজকতা করে সে শান্তি নষ্ট করার অপচেষ্টা চলছে। সবাই মিলে সেই অপচেষ্টা রুখতে হবে।

জানা গেছে, বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য নিয়ে আইসিসিবিতে প্রদর্শনীটি শুরু হয়েছে। এতে রয়েছে দেশ-বিদেশের ২০০টি প্রতিষ্ঠানের প্রায় দুই হাজারেরও বেশি পণ্য।

এই প্রদর্শনীতে নির্মাণশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট, মেশিনারি ও প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। এ ছাড়া কাঠ ও আসবাবপত্র শিল্প নিয়ে অন্য প্রদর্শনীতে মেশিনারি, হার্ডওয়্যার অ্যান্ড টুলস: ফিটিং অ্যান্ড ফিক্সচার, লেমিনেট, বোর্ড, কোটিংসহ অন্যান্য পণ্য প্রদর্শিত হচ্ছে।

তিনদিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে আসক ট্রেড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারের ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড। আগামী ২৬ নভেম্বর শেষ হবে এ আয়োজন। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২

এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।