ঢাবি: বড় পর্দায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখানো স্থগিত করেছে নগদ।
শুক্রবার (৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানায় নগদ।
এতে বলা হয়, অনিবার্য কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শন আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো। প্রথম সেমিফাইনাল থেকে যথারীতি খেলা প্রদর্শিত হবে।
অপরদিকে খেলা উপভোগ করতে বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না আসার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল-২০২২ খেলা দেখার আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য। কিন্তু সেখানে বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন। আর পরিবেশ বিঘ্নিত হয়। এমতাবস্থায় শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন না করে তাদের নিজ নিজ বাসা ও এলাকায় খেলা উপভোগ করার আহ্বান জানানো হলো।
আজ রাত ৯টায় কাতারের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস।
দুটি ম্যাচই ঢাবিতে বড় পর্দায় দেখানো স্থগিত করেছে নগদ।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২২
এসকেবি/এসএএইচ