ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি: ষষ্ঠ মেধাতালিকায় ৮৪৬ শিক্ষার্থী

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
ইবির ভর্তি: ষষ্ঠ মেধাতালিকায় ৮৪৬ শিক্ষার্থী ফাইল ফটো

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির ষষ্ঠ মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এতে মোট তিনটি ইউনিটে স্থান পেয়েছে ৮৪৬ জন ভর্তিচ্ছু।

এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ৫১৩, ‘বি’ (মানবিক) ইউনিটে ২২৪ ও ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ১০৯ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন। এবারের জিপিএ সহ ভর্তিচ্ছুদের সর্বনিম্ন নম্বর যথাক্রমে ৭৮ দশমিক ২৫, ৭৫ দশমিক ৮১ ও ৭৮।

এ তালিকায় স্থানপ্রাপ্তদের ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে এসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নম্বরপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ তালিকায় স্থানপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন করতে পারলেও সপ্তম তালিকা থেকে তা সম্পূর্ণরূপে বন্ধ হবে।

তবে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে বিভাগ মাইগ্রেশন চলমান থাকবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।