ঢাকা বিশ্ববিদ্যালয়: খ্রিস্টীয় নববর্ষ-২০২৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অ্যালামনাই এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ।
শনিবার (৩১ ডিসেম্বর) এক শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে পদ্মা সেতু ও মেট্রোরেলসহ নানা মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পরিবেশ, কৃষি, ব্যবসায়, বাণিজ্য, অর্থনীতিসহ সর্বক্ষেত্রে বিস্ময়কর উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরও বলেন, কোভিড-১৯ ও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভূত বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে ২০২৩ হবে একটি সম্ভাবনাময় বছর। দেশ ও জাতির প্রত্যাশা পূরণের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জন, ৪র্থ শিল্পবিপ্লব প্রসূত সুযোগের সদ্ব্যবহার করে দক্ষ, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানবসম্পদ তৈরি, মৌলিক ও প্রায়োগিক গবেষণার ক্ষেত্র প্রসার, নতুন নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বাড়ানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতায় নেওয়ার লক্ষ্যে উপাচার্য সংশ্লিষ্ট সবার সদয় সহযোগিতা কামনা করেন।
খ্রিস্টীয় নববর্ষে নতুন আশা ও সম্ভাবনা জাগিয়ে শতবর্ষী ঢাবি দেশ ও জাতির উন্নয়নের অগ্রযাত্রায় বিশেষ করে উন্নত দেশে উপনীত হওয়ার ‘পরিপ্রেক্ষিত রূপকল্প-২০৪১’ অর্জন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিগত সময়ের ধারাবাহিকতায় অনন্য অবদান রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এসকেবি/এএটি