ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সংঘর্ষে আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১২

সিলেট: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিনিয়র ও জুনিয়র ছাত্রদের দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে সিনিয়র গ্রুপের বিবিএ চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র বিপ্রেশ ও শ্রভ্র।



সোমবার দুপুর ১ টায় বাঘবাড়ির শামীমাবাদ ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে। এতে আহত হয় আরও ৩ ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পহেলা বৈশাখের আয়োজন নিয়ে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে মারামারি শুরু হয়।

বিবিএ তৃতীয় বর্ষের সত্ব, রানা ও সাগর চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র বিপ্রেশ ও শ্রভ্র রায়কে পিটিয়ে আহত করে।

রক্তাক্ত অবস্থায় তাদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উভয়পক্ষ দলে দলে বিভক্ত হয়ে মহড়া দিতে শুরু করে। দুপুর আড়াইটা পর্যন্ত শামীমাবাদ রোডে অবস্থান নিয়ে তারা আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়।

এ ব্যাপারে লামাবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খসরুল আলম বাদল বাংলানিউজকে বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন নিয়ে সংঘর্ষের সূত্রপাত। তবে দুপুরে এ নিয়ে প্রক্টোরিয়াল বডির বৈঠক হয়েছে। উভয় পক্ষকে নিয়ে শিগগিরই সমাধানে বসবে বিশ্ববিদ্যারয় কর্তৃপক্ষ। ’

বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য মো. বশির আহমদ বাংলানিউজকে জানান, অভিযুক্তদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৩  ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১২

সাব্বির আহমদ
সম্পাদনা: কাজল কেয়া ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।