ঢাকা, বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে শিক্ষক সমিতির নব কমিটি দায়িত্ব নিয়েছে

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
শাবিপ্রবিতে শিক্ষক সমিতির নব কমিটি দায়িত্ব নিয়েছে

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নব কমিটির নেতৃবৃন্দরা দায়িত্ব গ্রহণ করছেন।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নব গঠিত কমিটির কাছে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবীর হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।

এছাড়া সহ-সভাপতি হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, কোষাধ্যক্ষ হিসেবে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী ইবনে নাসের ইবনে আফজাল, যুগ্ম সম্পাদক হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জহিরুল ইসলাম দায়িত্ব নেন।

অন্যদিকে ছয়টি সদস্য পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক, আইআইসিটির সহকারী অধ্যাপক ড. আহসান হাবীব, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া দায়িত্ব নেন।

দায়িত্ব নেওয়ার সময় শিক্ষক সমিতির নব কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কবীর হোসেন বলেন, আমরা এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সব শিক্ষকদের নিয়ে একসঙ্গে কাজ করে যেতে চাই। পাশাপাশি শিক্ষকদের দাবি-দাওয়াগুলো নিয়ে কাজ করতে চাই।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।