ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটে বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
সিলেটে বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত

ঢাকা: বিএনপির ডাকা বৃহস্পতিবারের হরতালের কারণে ওইদিন সিলেট বিভাগের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এছাড়া এদিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেও পরীক্ষা হওয়ার কথা ছিল।

এসব পরীক্ষা স্থগিত করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলানিউজকে এ তথ্য জানান সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মনির উদ্দিন।

তিনি বলেন, ‘পরীক্ষা স্থগিত সংক্রান্ত আদেশ সিলেট জেলা প্রশাসক কার্যালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যালয়ে ফ্যাক্সযোগে পাঠানো হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে। ’

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হযরত আলী বাংলানিউজকে জানান, হরতালের কারণে বৃহস্পতিবার কোনো প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরীক্ষার পরবর্তী তারিখ সংশ্লিষ্ট জেলাগুলোতে পরে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

এসএ/সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।