ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা কলেজে পাশের হার ৯৯.৮৩ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
ঢাকা কলেজে পাশের হার ৯৯.৮৩ শতাংশ

ঢাকা: চলতি বছর ঢাকা কলেজে পাশের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এ বছর ঢাকা কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১৫৪ জন।

এর মধ্যে অংশ নেয় ১১৫৩ জন। মোট কৃতকার্য হয়েছে ১১৫১ শিক্ষার্থী। আর অকৃতকার্য শিক্ষার্থী ২ জন।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৮৬৫ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পেয়েছে ১১১ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১০৫ জন। সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ১০৮১ জন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এমকে/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।