দিনাজপুর: সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এ ফলাফলে দেখা যায়, দিনাজপুর বোর্ডে এবার কমেছে পাসের হার ও জিপিএ ফাইভের সংখ্যা।
দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর বোর্ডের ২০২২ সালে পাসের হার ৭৮ দশমিক ০৮ শতাংশ। জিপিএ ফাইভের সংখ্যা ১৩৮৩০। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৬২৫৫ জন ও ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৫৫৭৫ জন। বোর্ডের অধীনে ৮টি জেলার ৬৭১টি কলেজের ১ লাখ ২ হাজার ৯৩ জন পরিক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ৯৯৭০৫ জন। ৭৮ হাজার ৮৪৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হন।
গত বছরের তুলনায় ২০২২ সালে দিনাজপুর বোর্ডে পাশের হার কমেছে ১৩ দশমিক ৩৫ শতাংশ, জিপিএ ফাইভের সংখ্যা কমেছে ৩ হাজার ৫১৯ জন। শতভাগ পাস করা কলেজের সংখ্যা কমেছে ২৯টি। তবে শতভাগ অকৃতকার্য কলেজের সংখ্যা বেড়েছে ১১টি।
২০২১ সালে দিনাজপুর বোর্ডের অধীনে পাশের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ, জিপিএ ফাইভের সংখ্যা ১৫ হাজার ৩৪৯ জন। শতভাগ কৃতকার্য কলেজের সংখ্যা ছিল ৫৩টি। আর শতভাগ অকৃতকার্য কলেজের সংখ্যা ছিল ২টি।
এবার ১৩টি কলেজের মোট ৬৫ জন পরীক্ষার্থীর কেউ পাস করেননি।
শতভাগ ফেল করা ১৩টি কলেজ হলো- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গগর কলেজ, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দার মহিলা কলেজ, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গার দবিরহাট বালিকা স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আলহাজ তমিজ উদ্দিন কলেজ, বোদা উপজেলার মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাসিরউদ্দিন কলেজ, কালিগঞ্জ উপজেলার দুহুলি এসসি হাইস্কুল অ্যান্ড কলেজ, নীলফামারীর জলঢাকা উপজেলার চৌরাডাঙ্গী হাইস্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সনকা আদর্শ কলেজ, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা মহিলা কলেজ, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া মহিলা কলেজ, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
এসআই