ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

শিক্ষা

গুচ্ছে না যাওয়ার ‘দৃঢ় প্রত্যয়’ ইবি শিক্ষক সমিতির

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
গুচ্ছে না যাওয়ার ‘দৃঢ় প্রত্যয়’ ইবি শিক্ষক সমিতির

ইসলামী বিশ্ববিদ্যালয়, (ইবি): গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আছে সমৃদ্ধি ও ঐতিহ্য ও স্বকীয়তা। প্রতিষ্ঠার পর থেকেই এখানকার স্নাতক শ্রেণির ভর্তি প্রক্রিয়া প্রশ্নাতীত। সমন্বিত (গুচ্ছ) ভর্তি প্রক্রিয়া অধিকতর সহজ ও নির্বিঘ্ন হবে সারা দেশের কয়েক লাখ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশায় ইসলামী বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।

পরবর্তীতে দেখা যায়, সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় সমন্বয়হীনতা, দীর্ঘসূত্রিতা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। ফলে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতার বিষয়ে জনমতে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এই প্রক্রিয়ার কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্নভাবে হয়রানির স্বীকার হচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ না করার বিষয়টি উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে লিখিতভাবে জানিয়েছি।

এর আগে, বেলা ১১টায় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সদস্যরা গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্ত নেন। এ সময় সহ-সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মাসুদ, সদস্য অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. বাকী বিল্লাহ, ড. সাজ্জাদ হোসেন, এম. এম. নাসিমুজ্জামান, সাজ্জাদুর রহমান টিটু, ফিরোজ আল মামুন ও শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।