ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ইবি

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ইবি

ইবি: আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছেলে ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

ফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইবি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল জিমনেসিয়ামে মুখোমুখি হয় ইবি ও যবিপ্রবি।

ইবি দলের পক্ষে ব্যাডমিন্টনে অংশগ্রহণ করেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের তামজিদ আহমেদ জিৎ, স্পোর্টস সাইন্স বিভাগের আরাফাত সাইদ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মেজবাহুল ইসলাম।

খেলোয়াড় তামজিদ হায়দার জিৎ বলেন, ‘চ্যাম্পিয়ন হতে অনেক কষ্ট হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। সহযোগিতা পেলে আাগামীতেও সাফল্য আনবে বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন দল। ’

শারিরীক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান বলেন, ‘আমাদের খেলোয়াড়রা খুব ভালো খেলেছেন। এজন্য তাদেরকে অভিনন্দন। সেসঙ্গে যবিপ্রবির ম্যানেজমেন্ট খুব সুন্দর ছিল। এজন্য তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। ’ 

বাংলাদেশ সময়: ১৩২০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।